সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁকুড়ার ছাতনার একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনায় গুরুতর জখম ৪ শ্রমিক। শুক্রবার বাঁকুড়ার ছাতনার জোড়হিড়ার একটি স্পঞ্জ আয়রন কারখানায় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, জখম শ্রমিকদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জখম এক শ্রমিক পুরুলিয়ার সাঁতুড়ির কুলাই গ্রামের বাসিন্দা নৃপেন পরামানিক। তার ভাই বিপ্লববাবু বলেন এখন দাদা ও তার সহকর্মী শ্রমিকরা ভালো আছেন। তৃণমূলের শ্রমিক সংগঠনের ছাতনার ব্লক সভাপতি শ্রীকান্ত মুখোপাধ্যায় জানান, কারখানায় শ্রমিক সুরক্ষার বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই ব্যাপারে তারা কর্তৃপক্ষকে বলেছেন।
ওই কারখানার এক আধিকারিক গোবিন্দ সুলতানিয়া জানান, কাজ করার সময় কোনও ভাবে বাষ্প গায়ে লেগে শ্রমিকরা জখম হন। তাদের উন্নত চিকিৎসা করানো হচ্ছে। কারখানায় সুরক্ষার দিকটি গুরুত্ব দিয়েই দেখা হয়।