সংবাদদাতা,বাঁকুড়াঃ- দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বচসার জেরে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম বাবা ও ছেলে। ঘটনা বিষ্ণুপুর পৌরসভার হাজরা পাড়ার। একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গেছে এদিন সাত সকালে বিষ্ণুপুর পৌরসভার হাজরা পাড়ার বাসিন্দা অরুণ দাসের সাথে তার ভাই বিশ্বরূপ দাসের বচসার শুরু হয় রেশনের খাদ্য সামগ্রী নিয়ে। আহত অরুণ দাসের অভিযোগ সেই সময় হঠাৎ করেই তার ভাই বিশ্বরূপ দাস তার গালে সজোরে এক থাপ্পর মারে। ঘটনায় ক্রুব্ধ অরুণ তৎক্ষণাৎ ঘর থেকে একটি শাবল নিয়ে আসে অন্যদিকে বিশ্বরূপও একটি কাটারি নিয়ে তার উপর হামলা করে ও মাথায় আঘাত করে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অরুণ দাস। তখন বাবাকে বাঁচাতে ছুটে যায় অরুণ দাসের ছেলে শচীন দাস। অভিযোগ তার উপরও কাটারি নিয়ে হামলা করে কাকা বিশ্বরূপ দাস। ঘটনায় গুরুতর জখম হন শচীন দাসও।
এরপরই তড়িঘড়ি ঘটনাস্থেলে পৌঁছয় প্রতিবেশীরা ও আহত বাবা ছেলেকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ ও অভিযুক্ত বিশ্বরূপ দাসকে আটক করে নিয়ে যায়।