সংবাদদাতা,বাঁকুড়াঃ– হাতির হানায় ব্যাপক ক্ষতি ফসলের। নষ্ট হয়েছে বিঘের পর বিঘে আলু গাছ। প্রতিবাদে রাতভর বন দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের গ্রামে আটকে রাখলেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের রাওতড়া গ্রামের।
জানা গেছে গতকাল সন্ধ্যে পর্যন্ত বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বীট এলাকায় ছিল একটি হাতির দল। গতকাল রাত সাড়ে নটা নাগাদ বৃন্দাবনপুর বীট এলাকা থেকে প্রায় ২৭ টি হাতির একটি দল শালী নদী পেরিয়ে ঢুকে পড়ে বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বীট এলাকার রাওতড়া গ্রাম লাগোয়া ফসলের জমিতে । অভিযোগ বন দফতরের আধিকারিকদের উপস্থিতিতেই বিঘের পর বিঘে জমির আলুর জমি মাড়িয়ে দেয় হাতির দল। এরপর বন কর্মীদের টালবাহানায় ফসলের বিপুল ক্ষতি হয়েছে এই দাবী তুলে বন দফতরের আধিকারিকদের রাতভর আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। স্থানীয়দের বিক্ষোভে গ্রামেই আটকে থাকেন বড়জোড়া রেঞ্জের রেঞ্জ অফিসার, বীট অফিসার সহ বেলিয়াতোড় থানার পুলিশ আধিকারিকরা। অবশেষে আজ সকালে বেলিয়াতোড় থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে আটক আধিকারিকদের উদ্ধার করে।
স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবী ঋণ নিয়ে আলুর চাষ করেছিলেন তাঁরা। এদিকে বারবার হাতির দলের হানায় বিপুল ক্ষতি হলেও বন দফতরের তরফে উপযুক্ত ক্ষতিপূরণ মিলছে না। এই পরিস্থিতিতে চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তাঁরা। এবার উপযুক্ত ক্ষতিপূরণ না মিললে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের কৃষকরা।