eaibanglai
Homeএই বাংলায়উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা দেশের সেবা করতে চায়

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা দেশের সেবা করতে চায়

শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়াঃ– বুধবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারও সফলতার নিরিখে জেলার জয়জয়কার। প্রথম দশের মেধা তালিকায় স্থান করে নিয়েছে ৮৭ জন । তার মধ্যে জেলারই ৮৪ জন। মাধ্যমিকের মতো পাশের হারের নিরিখে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। জেলার পরীক্ষার্থীদের পাশের হার ৯৫.৭৫ শতাংশ।

অন্যদিকে এবারের উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়ে তাক লাগিয়ে দিয়েছে লাল মাটির দেশ বাঁকুড়ার সুষমা খাঁ। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমার প্রাপ্ত নম্বর ৪৯৫। মাধ্যমিকেও মেধা তালিকায় চতুর্থ স্থান পেলেও কোভিডের কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে না পারায় আফশোস ছিল বলে জানিয়েছে সুষমা। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা ভালো করে প্রস্তুতি নিয়ে দেওয়ার ইচ্ছে ছিল। তবে এবার ভালো ফলের আশা থাকলেও দ্বিতীয় হওয়াটা সুষমার কাছে খুব বেশি প্রত্যাশিত ছিল না। পড়াশোনা ছাড়া গান গাইতে, গান শুনতে আর গল্পের বই পড়তে ভালোবাসে সুষমা। ছোট থেকে রবীন্দ্র সঙ্গীতে তালিমও নিয়েছে সে। গান ছাড়া ডায়েরি লেখা তার রোজকার অভ্যেস।

প্রত্যেকটি বিষয়ের জন্য একজন করে শিক্ষক ছিলেন সুষমার। মা, বাবা, দিদি স্কুল ও টিউশন শিক্ষকদের জন্যই এই সাফল্য বলে দাবি প্রতিভাময়ী এই ছাত্রীর। বাবা লব কুমার মন্ডল পুরুলিয়া জেলায় স্ট্যাটিসটিকস বিভাগে কর্মরত। মা উমা খাঁ গৃহবধূ। দুই মেয়ের মধ্যে সুষমাই ছোট। আগামী দিনে ভূগোল নিয়ে পড়াশোনা করে সিভিল সার্ভিস উত্তীর্ণ হয়ে দেশের সেবা করতে চায় লাল মাটির দেশের এই মেয়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments