সংবাদদাতা,বাঁকুড়াঃ– আমাদের রাজ্যেই লুকিয়ে রয়েছে সবুজে ঘেরা জঙ্গল ও পাহাড়ের মাঝে অপূর্ব সুন্দর একটি ঝর্না। বেশিরভাগ মানুষই জানেন না এই ঝর্নার কথা। কারণ বছরের সমসময় দেখা মেলে না এই ঝর্নার। অধিকাংশ সময়ই সুপ্ত থাকে ঝর্নাটি। বিশেষ সময়ই দেখা মেলে অপূর্ব সুন্দরী এই ঝর্নার। তাই এই ঝর্নাকে গুপ্ত ঝর্নাও বলা হয়। লাল মাটির দেশ বাঁকুড়ার জেলার খাতড়া শহর সংলগ্ন গ্রাম বনতিল্লা, এই গ্রাম লাগোয়া সেচ ক্যানালের পাশেই দেখা মিলবে গুপ্ত ঝর্নার।
মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে জল ছাড়া হলেই জেগে ওঠে ঝর্নাটি। তাই মূলত বর্ষা বা বর্ষার শেষের দিকেই কিছু দিনের জন্য দেখা মেলে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ঝর্নার। তাই একে সাময়িক ঝর্নাও বলা যেতে পারে। আর সকলের কাছে গুপ্ত থাকলেও স্থানীয়রা জানেন এই সুন্দরী ঝর্নার কথা। তাই কংসাবতী জলাধার থেকে জল ছাড়তেই স্থানীয়রা আসছেন এবং উপভোগ করছেন। স্থানীয়রা জানাচ্ছেন যতদিন ড্যামের জল ছাড়া থাকবে ততদিনই দেখা মিলবে অপূর্ব ঝর্নার দৃশ্য।
তাদের পাশাপাশি অপরূপা এই গুপ্ত ঝর্নার কথা পর্যটন প্রিয় মানুষজন জানুক, প্রকৃতির এই অপূর্ব রূপ প্রকৃতি প্রেমী মানুষ উপভোগ করুক, এমনটাই চান স্থানীয়রা। হাতে এক থেকে দুদিনের ছুটি থাকলে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত সুন্দরী এই ঝর্না দেখতে আপনিও চলে যেতে পারেন। তবে তাড়াতাড়ি করতে হবে। কারণ বেশী দিন দেখা মিলবে না ঝর্নার। কংসাবতী জলাধারে জল ছাড়া বন্ধ হলেই প্রকৃতির কোলে ঘুমিয়ে পড়বে এই গুপ্ত ঝর্না।