সংবাদদাতা,বাঁকুড়াঃ- বেপরোয়া বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল দুজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে। মৃত দুই ব্যক্তির নাম রাজীব পাইন (২৯) জয়ন্ত মহান্তি (২৮)। রাজীব পাইন ওন্দা ব্লকের ব্লক টেকনোলজি অফিসার পদে কর্মরন ছিলেন। আর জয়ন্ত রাজীবের নিকট আত্মীয় ।
ঘটনা সূত্রে জানা যায় বাঁকুড়ার দিক থেকে বিষ্ণুপুরমুখী একটি বেসরকারী যাত্রীবাহি বাস ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাবার পথে রামসাগর মোড়ের কাছে একটি ট্রাককে ওভারট্রেক করতে গিয়ে উলটো দিক থেকে আসা মোটরবাইকটি ধাক্কা মারলে বাইকে থাকা দুই ব্যক্তি রাস্তার উপর ছিটকে পড়েন। বাইকটিও দমুড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওন্দা থানার পুলিশ ও দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
 
 
		 
                                    
