নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ এমনিতেই দিন যত এগোচ্ছে ততই উন্নত হচ্ছে আধুনিক চিকিৎসা পরিষেবা। কিন্তু তাসত্বেও প্রায় দিনই শোনা যায় রাজ্যের কোনও না কোনও জেলায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। কিন্তু এবার ভুল চিকিৎসা নয়, জটীল টিঊমারের সফল অস্ত্রপচার করে এবার এক রোগীকে নতুন জীবন ফিরিয়ে দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা। জানা গেছে, পুরুলিয়া জেলার হূড়া ব্লকের লধুড়কা গ্রামের বাসিন্দা রামপদ বাউরী (৩৫) দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর পেটের ব্যাথায় ভুগছেন। পুরুলিয়া শহরের বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালে ছুটে বেড়িয়েও সঠিক চিকিৎসা হয়নি। পেটে ব্যথা এবং দিনের পর দিন পেট ফুলতে থাকায় গত ২০ মে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসার জন্য আসেন তিনি ও তার পরিবার। বহির্বিভাগের চিকিৎসক উৎপল দে তাকে দ্রুত ভর্তির নির্দেশ দেন। গত ২৯ মে চিকিৎসক উৎপল দে-র নেতৃত্বে দু ঘন্টা ধরে অপারেশন শেষে ওই ব্যক্তির পেট থেকে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের টিউমার বের করা হয়। ডাক্তারি ভাষায় এর নাম হাইডাটিড সিস্ট নামে পরিচিত। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসকদের এই সাফল্য আগামী দিনে বহু রোগীর জীবন বাঁচাবে বলে আশাবাদী ওই পরিবার।