সংবাদদাতা,বাঁকুড়াঃ– হাসপাতালের শৌচাগারের জল উপচে ঢুকে পড়েছে ওয়ার্ডে। নরক যন্ত্রণার মধ্যে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের পরিবারের লোকজন। এর থেকে নিষ্কৃতি পেতে অনেক রোগীই আগাম ছুটি করে বাড়ি চলে যাচ্ছেন। এমনই ছবি উঠে এসেছে বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। হাসপাতালের প্রথম ও পঞ্চম তলায় শৌচাগারে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি সাফাই কর্মী পদে তৃণমূল নিজেদের লোকেদের ঢুকিয়েছে। তারা ঠিক মতো কাজ করছেন না । আর তার জেরেই বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজন।
যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক রং লাগাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্য়ার কথা স্বীকার করে নিয়ে হাসপাতালের ইনচার্জ শিবম কুমার লাহা দাবি করেন শৌচাগারের পাইপ লাইনে জ্যাম হয়ে সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুততার সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।