eaibanglai
Homeএই বাংলায়বেআইনীভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ, উদাসীন প্রশাসন

বেআইনীভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ, উদাসীন প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বাঁচা সম্ভব নয়। গাছ আমাদের জীবনকে রক্ষা করছে, কিন্ত আমরা তাদের রক্ষা করতে ব্যর্থ। নিত্যদিন প্রশাসন তথা পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়েই বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে গাছ। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এবার এমনই ছবি ধরা পড়ল বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের বেলোয়ায়। যেখানে দিনের পর দিন বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে একের পর এক ইউক্যালিপটাস গাছ। ফলে ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে বসেছে বাগান। কিছু অসাধু ব্যাক্তি নিজেদের প্রয়োজন মেটাতে এইভাবে স্থানীয় পঞ্চায়েতের নজর এড়িয়ে বাগান থেকে গাছ কেটে ফেলছেন। যার ফলস্বরুপ একদিকে যেমন পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে, তেমনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সরকারকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন এভাবেই গাছ কাটা হচ্ছে কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের। তাদের দাবি পঞ্চায়েত যদি একটু নজরদারি চালায় তাহলে এই ধরনের বেআইনী ভাবে গাছকাটা বন্ধ হবে। সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়কে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গাছ কাটার কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি, পঞ্চায়েত যথেষ্ট নজরদারি চালাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments