নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ ছাগলের পেটে জন্ম নিল অস্বাভাবিক আকৃতির এক সদ্যোজাত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বিষ্ণুপুর থানার মরার লায়েকপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, অজয় সর্দার নামে এক ব্যাক্তির বাড়িতে বৃহস্পতিবার সকালে একটি ছাগল দুটি শাবকের জন্ম দেয়। একটি স্বাভাবিক ছাগল শাবক হলেও অন্য শাবকটি অদ্ভূত দর্শনের হয়। যার সাথে মানুষের মুখের আকৃতির খানিকটা মিল রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও অস্বাভাবিক আকৃতি নিয়ে জন্মানো শাবকটি জন্মের কিছু সময় পরেই মারা যায়। কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের বাসিন্দারা ভিড় জমাতে থাকেন বাচ্চাটিকে দেখার জন্য।