সঞ্জীব মল্লিক , বাঁকুড়াঃ ৭৩ তম স্বাধীনতা দীবস । সারা দেশে যথাযথ মর্যাদার সহিত পালিত হচ্ছে এই দিনটি । বিভিন্ন রাজনৈতিক দল থেকে সামাজিক সংস্থা গুলো বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আজকের দিনটি পালন করেন । সেই মত আজ সোনামুখী এথেনা পি.টি.টি.আই কলেজও একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে আজকের দিনটি পালন করল । প্রথমে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ পান্নালাল কর্মকার । এরপর নেতাজীর ছবিকে সামনে নিয়ে কলেজের পক্ষ থেকে একটি রেলির আয়োজন করা হয় । এছাড়াও গান , আবৃত্তি ও নৃ্ত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানকে আরও দীর্ঘায়ু করা হয় । আজ তাদের বিশেষ কর্মসূচী ছিল সোনামুখী হাসপাতালের রোগীদের ফল বিতরন । এদিন কলেজের ছাত্র ছাত্রীরা ও কলেজের অধ্যক্ষ সকলেই রোগীদের হাতে ফল তুলে দেন । কলেজের এই মানবীক মুখকে স্বাগত জানিয়েছেন সকল সোনামুখী বাসি । কলেজের অধ্যক্ষ পান্নালাল কর্মকার বলেন, আমরা প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি পালন করে থাকি । কিন্তু এবছর একটু অন্যরকম ভাবে এই দিনটিকে পালন করতে পেরে আমরা দারুণ আনন্দিত ।