নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের নাম অনলাইনে প্রকাশ, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ-ভারত প্রকল্পের আওতায় গ্রাম এবং মফস্বলে দ্রুততার সঙ্গে শৌচাগার নির্মাণ, জলকষ্টে ভুক্তভোগী জেলাগুলির বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, ১০০ দিনের কাজে স্বচ্ছতা সহ ১৬ দফা দাবি নিয়ে বাঁকুড়া জেলার ইন্দপুরে পথে নামল বিজেপি। চলতি মাসে বিজেপির তরফ থেকে বাঁকুড়া জেলাজুড়ে দূর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ সহ শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগে পথে নেমেছে বিজেপি। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দপুরে বিডিওকে বহুবিধ দাবিসম্মলিত স্মারকলিপি তুলে দেওয়া হল বিজেপির তরফে। এদিন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা ঝুমা গোস্বামী, বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক লক্ষণ মণ্ডলের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা একটি মিছিলে অংশগ্রহণ করে প্রথমে ব্লক অফিসে পৌঁছান। সেখান থেকে গেরুয়া শিবিরের একটি প্রতিনিধি দল বিডিও অফিসে গিয়ে তাদের দাবীপত্র তুলে দেন। উল্লেখ্য, রাজ্যে বাম সরকারের পতনের পর পরবর্তী সময়ে ইন্দপুরেও তৃণমূল কংগ্রেস তার মাটি শক্ত করেছিল। কিন্তু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আচমকা পালা বদল ঘটলে ঘাসফুলের ক্ষমতাচ্যুত হয় এই বিধানসভা। আর সস্প্রতি লোকসভা নির্বাচনে রাজ্য তথা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের ভরাডুবি এবং বিজেপি থা গেরুয়া বাহিনীর উত্থান কার্যত দিশেহারা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস শিবিরকে। যার আঁচ পাওয়া যাচ্ছে সম্প্রতি বাঁকুড়া জেলা জুড়ে বিজেপি শক্তিবৃদ্ধি এবং পদক্ষেপেই।