সংবাদদাতা,বাঁকুড়াঃ– যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। সবাই চাইছে সুস্থ ক্যাম্পাস। এই পরিস্থিতিতে যাদবপুর কাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠায় ইউজিসি। সেই রিপোর্টে মৃত ছাত্র হস্টেলের আবাসিক না হওয়ায়, তাকে নিয়ে হস্টেল সংক্রান্ত ডিক্লারেশন দেওয়ার প্রশ্ন নেই বলে ইউজিসি-কে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা নিয়ে বিতর্কও তৈরি হয়। এবার সেই বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। মন্ত্রীর প্রশ্ন ঘটনা ধামাচাপা দিতেই কী বিশ্ববিদ্যালয়ের এই সাফাই?
এদিন সুভাষবাবু জানান, বিশ্ববিদ্যালয়ের এই উত্তর পাওয়ার পর ইউজিসি পাল্টা দুটি প্রশ্ন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মৃত পড়ুয়া কোথায় থাকছে কোথায় থেকে পড়াশোনা করছে তা কী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানত? দ্বিতীয় প্রশ্ন বোর্ডার বা আবাসিক না হওয়া সত্বেও হোস্টেলে মৃত পড়ুয়াকে প্রবেশের অনুমতি কেন দেওয়া হয়েছিল, হোস্টেলের ওয়ার্ডেন কী হোস্টেলে উপস্থিত ছিলেন? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অভিযোগ মৃত পড়ুয়াকে হোস্টেলের আবাসিক নয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় নিজেদের গাফিলাতি ঢাকার চেষ্টা করছে? বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণের কথাও জানান তিনি।