eaibanglai
Homeএই বাংলায়চোখের জলে ভাসল গোটা গ্রাম

চোখের জলে ভাসল গোটা গ্রাম

সংবাদদাতা, বাঁকুড়াঃ- শারদোৎসবের প্রাক্কালে আকাশে বাতাসে যখন আনন্দের আভাস তখন শোকের ছায়া নামল বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেউলী গ্রামে। মঙ্গলবার দ্বিতীয়ার সকালে গ্রামে ফিরল সেনাতে কর্মরত গ্রামের ছেলে রাজীব কুণ্ডুর কফিনবন্দি দেহ।

পরিবার সূত্রে জানা গেছে রাজীব ভারতীয় সেনা বাহিনীর উত্তরাখণ্ডে সিগন্যাল কোরে কর্মরত ছিলেন।গত শনিবার রাতে কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব হওয়ায় তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার সকালে তার নিথর কফিনবন্দি দেহ ফেরে অণ্ডাল বিমানবন্দরে এবং সেখান থেকে সড়ক পথে দেহ পৌঁছয় দেউলী গ্রামে। গ্রামের ছেলের নিহর দেহ গ্রামে ফিরতেই হাজার হাজার মানুষজন তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। অগণিত মানুষের চোখের জলে শেষ বিদায় দেওয়া হয় শহীদ জওয়ানকে। তাঁর স্ত্রী ভারত মাতার ধ্বনি দিয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন। শহীদ রাজীবের ছোট সন্তান পুষ্প নিবেদন করল, গাইল জাতীয় সঙ্গীত। আর শারদোৎসবের প্রাক্কালে চোখের জলে ভাসল গোটা গ্রাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments