eaibanglai
Homeএই বাংলায়সিকিমে খাদে বাস পড়ে মৃত্যু রাজ্যের সেনা জওয়ানের

সিকিমে খাদে বাস পড়ে মৃত্যু রাজ্যের সেনা জওয়ানের

সংবাদদাতা, বাঁকুড়া:– সিকিমে খাদে বাস পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাজ্যের এক সেনা জওয়ানের। গোপীনাথ মাকুড় নামে ওই সেনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভালুকা গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার তাঁর বাড়িতে পৌঁছয় মৃত্যু সংবাদ। সেনা সূত্রে জানা গিয়েছে শনিবারই ওই সেনা জওয়ানের দেহ ফিরবে বাঁকুড়ার বাড়িতে। ছেলের বাড়ি ফেরার অধীর অপেক্ষায় শোকগ্রস্ত পরিবার ও গ্রামবাসী।

প্রসঙ্গত গতকাল উত্তর সিকিমের চাটেন থেকে থাংগু যাওয়ার দুর্গম পাহাড়ি রাস্তায় জেমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনা জওয়ানদের একটি বাস খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু হয়, আহত হন আরো ৪ সেনা জওয়ান। গতকাল ওই দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উৎকন্ঠা বাড়ছিল গোপীনাথ মাকুড়ের ভালুকা গ্রামের বাড়িতে। দিনভর ফোন তাঁর সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেও বিফল হয় পরিবারের লোকজন। অবশেষে গতকাল সন্ধ্যায় সেনার তরফে ফোন করে গোপীনাথ মাকুড়ের দুর্ঘটনায় মৃত্যুর খবর জানানো হয়।

গোপীনাথ মাকুড়ের পরিবারে তাঁর স্ত্রী, ১১ বছরের একমাত্র ছেলে ছাড়াও রয়েছেন তাঁর মা-বাবা, ভাই ও ভাতৃবধূ। পরিবার সূত্রে জানা গেছে ২০০১ সালে সেনাবাহিনীতে যোগ দেন গোপীনাথ মাকুড়। গত বছরই স্বেচ্ছায় অবসরগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন গোপীনাথ। কিন্তু করোনার কারণে সেই সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে যায়। গত অগষ্ট মাসেই শেষ দুমাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন বছর ৩৯ এর গোপীনাথ মাকুড়। ইচ্ছে ছিল আগামী বছরের মার্চ মাসেই অবসর গ্রহণ করে বাড়ি ফিরবেন। অবসরের পর বাঁকুড়ায় বসবাস করার জন্য বাড়িও তৈরি করছিলেন গোপীনাথ। সেই বাড়ির কাজও শেষের দিকে। যদিও বাড়ি ফেরা আর হলো না। তার আগেই তাঁর মৃত্যু সংবাদ এসে পৌঁছাল তাঁর ভালুকা গ্রামের বাড়িতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments