সংবাদদাতা, বাঁকুড়া:– বর্ষাকালে গ্ৰামাঞ্চলে সাপের উপদ্রব নতুন কোনও ঘটনা নয়। বাড়ির আশপাশ ও পরিত্যাক্ত জায়গা বৃ্টির জলজমে বন জঙ্গল ও আগাছায় ভরে যায়। আর এই সব জায়গায় আশ্রয় নেয় সরীসৃপ প্রাণীগুলি। এই সময়ে গ্রামাঞ্চলে সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটে প্রায়সই।
এবার এই সাপের কামড়ের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে উদ্যোগ নিল কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা। বর্ষাকালে সাপের উপদ্রব থেকে নিষ্কৃতি পাওয়া এবং সাপের কামড় থেকে বাঁচতে কি করণীয়,তা বোঝাতে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কন্যাশ্রীরা নিজেদের টাকা খরচ করে ব্লিচিং পাউডার, চুন কিনে গ্রামের সমস্ত বাড়ির আশেপাশে ঝোঁপ জঙ্গলে ছড়াচ্ছে। শুধু তাই বাড়ির আশেপাশের জঙ্গল সাফাইয়েও হাত লাগাচ্ছে তারা।
কন্যাশ্রীদের এই মানবিক উদ্যোগ আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করছেন এলাকার সর্বস্তরের মানুষ।