সংবাদদাতা,বাঁকুড়াঃ- মঙ্গলবার বিভিন্ন খেলাধূলার মাধ্যমে খেলা ‘খেলা হবে’ পালিত হচ্ছে রাজ্যে। গত বছরই ‘খেলা হবে’ দিবসের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে বড় জয়লাভের পর ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার মঞ্চ থেকে মমতা জানিয়েছিলেন, ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস পালন করা হবে। এবছর স্বাধীনতা দিবসের আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছিলেন, ‘‘১৬ অগস্ট খেলা হবে দিবস, ওই দিন খেলাধূলা করতে হবে। রাস্তায় নামতে হবে।’’ মঙ্গলবার রাজ্যের তরুণদের খেলা হবে দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
সেইমতো মঙ্গলবার বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে খেলা হবে দিবস উদযাপন করা হল বাঁকুড়া স্টেডিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার, জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারী, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা তথা চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী সহ বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। একটি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে বিশেষ এই দিনটি উদযাপন করা হয় এবং বেশ কিছু খেলোয়াড়কে সম্মান প্রদান করা হয়।
খেলা দিবসে উপস্থিত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২০২১ -র বিধানসভা ভোটেই খেলা হয়ে গেছে। কারা জিতেছে আর কারা মারা মাঠের বাইরে চলে গেছে সবাই দেখেছেন। একই সঙ্গে তিনি ফুটবলকে বাঙালির আবেগ বলে উল্লেখ করে বলেন শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিয়মিত খেলাধূলা করার প্রয়োজন আছে।