সংবাদদাতা,বাঁকুড়া:– তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানারে ভাউচার বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন বাঁকুড়ার লটারী বিক্রেতারা। মঙ্গলবার বাঁকুড়া মাচানতলায় পথে নেমে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি যে সমস্ত লটারির এজেন্সিগুলি রয়েছে সেগুলিকে বন্ধ করারও আবেদন জানান তারা।
প্রসঙ্গত, এরাজ্যে এই মুহূর্তে এক চেটিয়া ব্যবসা করছে ডিয়ার লটারী। একরকম বলতে গেলে প্রতিযোগীতায় এখন একাধিপত্য তাদের। আর এই লটারী ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু ডিয়ার লটারী কর্তৃপক্ষ নিজেদের মুনাফা অর্জন করলেও খুচরা বিক্রেতাদের বঞ্চিত করছে বলে অভিযোগ। ভাউচার সহ অন্যান্য সুযোগ সুবিধা কমিয়ে দেওয়ায় হয়েছে বলে দাবি খুচরো লটারি বিক্রেতাদের। এরফলে তারা অথৈ জলে পড়েছেন বলে দাবি।
এবিষয়ে বাঁকুড়া শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামসুন্দর দত্ত বলেন, “সাধারণ খুচরো লটারি বিক্রেতাদের ভাউচারে যে আয় ছিল সেই আয় এখন তলানিতে এসে ঠেকেছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।” অবিলম্বে এই ভাউচারের মূল্যবৃদ্ধি করারআবেদন জানান তিনি। পাশাপাশি লটারি এজেন্সিগুলিকেও খুচরো বিক্রি করতে না দেওয়ার দাবি জানান তিনি।