সংবাদদাতা, বাঁকুড়াঃ– আজ বৃহস্পতিবার শ্রী শ্রী মা সারদার ১৭০-তম জন্মতিথি উৎসব। জন্মতিথি উৎসব উপলক্ষে সেজে উঠেছে মায়ের জন্মস্থান জয়রামবাটি। সেখানে মাতৃমন্দির সহ মায়ের বাড়ি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এদিন ভোর থেকে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয় মায়ের জন্মতিথি উৎসব পালন ৷ এছাড়া মাতৃমন্দির থেকে শিহড় পর্যন্ত বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। দিনভর চলছে বিশেষ পূজা,বেদপাঠ, মায়ের কথা পাঠ, কীর্তন, ভোগ প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় অনুষ্ঠান ও কর্মসূচি। সন্ধ্যায় আরতি, ভক্তিগীতি ও বিভিন্ন রচনা থেকে পাঠ করবেন সাধু মহারাজরা। এবছরের মায়ের জন্ম উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ পুরুলিয়া থেকে আগত ছৌ শিল্পীদের নৃত্যানুষ্ঠান।
অন্যদিকে মায়ের জন্মতিথি উৎসব উপলক্ষে এদিন সকাল থেকেই ভক্ত সমাগম শুরু হয়ে যায় জয়রামবাটি মাতৃমন্দিরে। শুধু স্থানীয়রাই নন মায়ের ভালোবাসার টানে এই উৎসবে যোগ দিতে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আগত তাঁর ভক্ত সন্তানরা।