সংবাদদাতা, বাঁকুড়াঃ- আজ বাঁকুড়ার শালতোড়া বিধানসভার মেজিয়া কলেজ মাঠে মহাগুরু মিঠুন চক্রবর্তীর কর্মী সম্মেলন। তার আগে দুর্লভপুর মোড়ে একটি বেসরকারি ভবনে কর্মীসভা করবেন। তারপরে শালতোড়া বিধানসভার বিধায়িকা চন্দনা বাউরির কেলাই গ্রামের বাড়িতে সারবেন মধ্যাহ্ন ভোজন। সব মিলিয়ে রীতিমতো হৈ হৈ রব। মহাগুরু আসছেন বলে কথা !
মহাগুরুর জন্য কী কী খাবারের আয়োজন থাকছে? নিজ মুখেই সেকথা জানালেন শালতোড়ার বিধায়িকা। জানা গেল, কাঁচা শালপাতা সেলাই করে খাবার পরিবেশন করা হবে। মেনুতে থাকবে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, সব্জী, মাছ ও মিষ্টি।
প্রসঙ্গত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটের লড়াইয়ের ময়দান তৈরি করতে তিন দিনের রাঢ় বঙ্গ সফরে মহাগুরু মিঠুন চক্রবর্তী এনেছে বিজেপি নেতৃত্ব। আর মহাগুরুর এই সফরকে কেন্দ্র করে উদ্দীপনা তৈরি হয়েছে বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে। পঞ্চায়েতের আগে তাঁর এই সফরে ‘বাড়তি অক্সিজেন’ মিলবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।










