সংবাদদাতা,বাঁকুড়া:- শালী নদীর বেহাল সাঁকো থেকে পড়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি । সোমবার ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের হামিরপুর গ্রামের শালী নদীতে । নিখোঁজ ব্যক্তির নাম যাদব ঘোষ । বয়স আনুমানিক ৪২ বছর ।
জানা গেছে , হামিরপুর গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা যাদব ঘোষ ওই বাঁশের সাঁকো পেরিয়ে নিজের জমিতে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই বেহাল সাঁকো থেকে শালী নদীতে পড়ে যান তিনি । ঘটনাস্থলে উপস্থিত মানুষজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এবং যাদব ঘোষের খোঁজে তল্লাশি শুরু করে ।
অন্যদিকে এদিনের ঘটনার জন্য পঞ্চায়েতকেই দায়ী করেছেন গ্রামের বাসিন্দারা। প্রসঙ্গত হামিরপুর গ্রামে শালী নদী পারাপার করার জন্য বেহাল ওই বাঁশের সাঁকোটিই একমাত্র ভরসা । স্থানীয় বাসিন্দারা বারবার শালী নদীতে একটি পাকা সেতু তৈরির আবেদন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতকে। অভিযোগ কাজের কাজ কিছুই হয়নি । সারা বছরই তাদের আতঙ্ক নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার করতে হয় । তার ওপর গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শালী নদীতে জল স্তর বেড়ে অস্থায়ী ওই বাঁশের সাঁকো আরও বেহাল হয়ে পড়ে। ঘটনাটিকে নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা পার্থ ঘোষ ঘটনার জন্য শাসক দলকে আক্রমণ করে বলেন , তৃণমূল কংগ্রেস শুধু নিজেদের উন্নয়ন করেছে সাধারণ মানুষের কোন উন্নয়ন করেনি । পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে শালী নদীতে ব্রিজ তৈরি করার আশ্বাস দেন তিনি ।