সংবাদদাতা,বাঁকুড়াঃ- মিষ্টির দোকানে কচুরি খেতে গিয়ে দোকান মালিককে গরম তেলের কড়াইয়ে ফেলে দিয়ে চম্পট দিল যুবক। ঘটনায় চাঞ্চল্য বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দোকান মালিক।
জানা গেছে বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার নামে মিষ্টির দোকান রয়েছে বছর ৭০-এর কৃষ্ণ চন্দ্র দে মোদকের। অভিযোগ বহুদিন ধরেই পৌরশহরের শেখপাড়ার যুবক বর্ষাৎ খান, যিনি পেশায় টোটো চালক গণেশ মিষ্টান্ন ভান্ডারে নিয়মিত বকেয়ায় মিষ্টি খেতেন। প্রতিদিনের মতো এদিনও বর্ষাৎ ওই দোকানে কচুরি খেতে গেলে দোকান মালিক কৃষ্ণ চন্দ্র তার কাছ থেকে বকেয়া টাকা চায়। অভিযোগ তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে টোটোচালক ওই যুবক। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবী বচসার মধ্যেই ওই টোটো চালক যুবক হঠাৎ করে দোকানের সামনে বিশাল গরম তেলের কড়াইয়ের মধ্যে প্রৌঢ় দোকানমালিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে চম্পট দেয়। ঘটনায় শরীররে বিভিন্ন অংশ গরম তেলে ঝলসে যায় দোকান মালিক কৃষ্ণ চন্দ্র দে মোদকের। স্থানীয়রাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকের পরিজনেরা অভিযুক্তের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ এবং এলাকায় তল্লাশি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুলিশের দাবি প্রাথমিক জেরায় অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নিয়েছে।