শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– শীতের ম্যারাথন বাঁকুড়ায়! শীতের মেঘলা কুয়াশা ঘেরা ভোর বেলায় কাঁপতে কাঁপতে বাঁকুড়ায় অনুষ্ঠিত হল সম্প্রীতি দৌড় বা ম্যারাথন। দৌড়ালেন বাচ্চা থেকে বয়স্ক সকলে। দৌড়ালেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি এবং অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ৫ কিলোমিটার সম্প্রীতি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার ভোরবেলা। বাঁকুড়ার প্রাণকেন্দ্র তামলিবাঁধে শুরু হয় এই দৌড়। তারপর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে অবশেষে মাচান তলা এসে শেষ হয়। এই ম্যারাথন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ১৩৫ জন পুরুষ মহিলা প্রতিযোগী এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের উৎসাহিত করতে দৌড় সম্পূর্ণ করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি এবং অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। মজার ছলে পুলিশ সুপার বলেন, “ম্যারাথন ছিল ৫ কিলোমিটার এর কিন্তু আমাদের ৬ কিলোমিটার দৌড় করিয়ে দিল।” শীতের সকালে খোশমেজাজে দেখা গেল সকলকে।
বাঁকুড়া যুব সমাজ থেকে শুরু করে উপস্থিত ছিলেন বয়স্করা পর্যন্ত। সত্যিই এ দৌড় যেন সম্প্রীতির দৌড়। এক করে দেয় একাধিক প্রজন্মকে। ফিটনেস এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরার জন্যই এই ধরনের ম্যারাথন অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিবছর শীতকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগের দিন। ম্যারাথনের দিন আসলেই বোঝা যায় যে ঠিক কতটা খেলাধুলা প্রেমী জেলা হল বাঁকুড়া। ম্যারাথনে অংশগ্রহণ করেন মোট ১৩৫ জন কিন্তু মন ভরে ম্যারাথন উপভোগ করে বাঁকুড়াবাসী।
জাঁকিয়ে শীত পড়েছে বাঁকুড়ায়। দেদার চলছে পিকনিকের মরশুম। শুরু হয়েছে বইমেলা, শুরু হয়েছে খাদ্য মেলা। শুরু হচ্ছে জেলা বার্ষিক স্পোর্টস। স্পোর্টসের শুভ সূচনার আগে হল সম্প্রীতি ম্যারাথন। সব মিলিয়ে দুর্দান্তভাবে শীত উপভোগ করছে জেলা বাঁকুড়া।