সংবাদদাতা,বাঁকুড়াঃ– দুর্নীতিগ্রস্ত নেতাদের নাকে দড়ি দিয়ে টানা উচিৎ। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই কটাক্ষ করলেন সি.আই.এম- এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সিপিআইএমের একটি কর্মীসভায় যোগ দেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের ওপর রীতিমতন ক্ষোভ উগরে দেন তিনি। তিনি বলেন, নাকে দঁড়ি দিয়ে গরু চোরদের টানা উচিত। যেভাবে তারা গরু গুলোকে টেনে টেনে নিলাম করছে। জেলার একটা তো ধরা পড়েছে এরকম আরো কত আছে। এছাড়াও আনিস, মইদুল থেকে সুদীপ্ত এমনকি পুলিশের হাতে যারা খুন হয়েছে তাদের ইনসাফ র্যালির অনুমতি প্রশাসন দেয়নি বলেও রাজ্য সরকারকে তোপ দাগেন তিনি। যদিও তারা অনুমতির তোয়াক্কা করেন না বলেও এদিন দাবি করেন তিন। এদিন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেও আক্রমণ করেন এবং বলেন যারা চুরি করে, লুঠ করে শুভেন্দু তাদের বড় নেতা। পাশাপাশি ডিএ আন্দোলন নিয়েও সরব হন তিনি। বলেন,সরকারি কোষাগার লুঠ করছে তৃণমূল,আর কিছু উচ্চপদস্থ আমলা। আর তারাই হুমকি দিচ্ছে। মানুষ সেই হুমকিকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার জন্যই ডিএ-র জন্য যাঁরা আন্দোলন করছেন তাদের অভিনন্দন জানাচ্ছি ,স্বাগত জানাচ্ছি, লাল সেলাম জানাচ্ছি।