eaibanglai
Homeএই বাংলায়স্বাধীনতা দিবসে প্রত্যন্ত জঙ্গল মহলে মেডিক্যাল পড়ুয়া ও চিকিৎসকদের দল

স্বাধীনতা দিবসে প্রত্যন্ত জঙ্গল মহলে মেডিক্যাল পড়ুয়া ও চিকিৎসকদের দল

সংবাদদাতা,বাঁকুড়াঃ- দেশের ৭৭তম স্বাধীনতা দিবসের সকালটা একটু অন্যরকম ভাবে পালন করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়াদের সংগঠন ‘কাইটস’। জেলার প্রত্যন্ত জঙ্গল মহলের মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ‘be the reason of thousand smiles’ স্লোগানকে সামনে রেখে সংস্থার উদ্যোগে সিমলাপালের কান্দারডিহি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন। ‘কাইটসে’র সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সিমলাপালের বিএমওএইচ ডাঃ রামাশীস টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন চক্ষু, মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ বিশেষজ্ঞরা। শিবিরে উপস্থিত প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।

‘কাইটসে’র এই উদ্যোগে খুশী কান্দারডিহি এলাকার মানুষ, খুশী সিমলাপালের বিএমওএইচ ডাঃ রামাশীষ টুডুও। তিনি এই উদ্যোগের যথেষ্ট প্রশংসা করে বলেন, “প্রতি তিন মাস অন্তর এই ধরণের শিবির করা গেলে প্রত্যন্ত এলাকার মানুষের উপকার হবে।” এবং এই ধরণের উদ্যোগে তিনি পাশে আছেন। অন্যদিকে আয়োজক সংস্থা ‘কাইটসে’র তরফে জানানো হয়, বছরের বিভিন্ন সময় জেলার নানান প্রান্তে এধরণের শিবিরের আয়োজন করে থাকেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments