নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বন শুয়োরের আক্রমনে মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় গুরুতর জখম হলেন আরও একজন। মৃতের নাম মিলন মাণ্ডি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার বেলাটিকরির বাসিন্দা মিলন মান্ডি মাঠে গিয়েছিলেন, সেই সময় বন শুয়োরের সামনে পড়ে যান। আচমকায় তার ওপর ঝাঁপিয়ে পড়ে ওই বনশুয়োরটি। এরপর তার চিৎকারে আশেপাশের কয়েকজন লোক ছুটে যান। তাকে উদ্ধার করতে এগিয়ে যান কালাচাঁদ মূর্ম্মূ নামে এক ব্যক্তি। তাকেও আক্রমণ করে বনশুয়োরটি। এরপর গ্রামের লোকজন ছুটে গেলে বন শুয়োরটি পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মিলন মান্ডি ও কালাচাঁদ মুর্মূকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মিলন মান্ডিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কালাচাঁদ মূর্ম্মূর অভিযোগ, এলাকার চারপাশে জঙ্গলে একশ্রেণির মানুষ আগুন লাগিয়ে দিচ্ছে, ফলে বনের পশুরা জঙ্গল ছেড়ে ভয়ে লোকালয়ে চলে আসছে। তার দাবি এই বন শুয়োরগুলি রানীবাঁধের বারোমাইল জঙ্গল ও পাশাপাশি জঙ্গল এলাকা থেকে আগুনের তাড়া খেয়ে এই এলাকায় চলে এসেছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ সারেঙ্গার পিড়রগাড়ী রেঞ্জ অফিসের আধিকারিক। বেশ কিছু এলাকায় বনশুয়োর রয়েছে, জঙ্গলে আগুন যাতে না লাগানো হয় সে বিষয়ে আমরা বারে বারে মানুষকে সচেতন করছি। তবে এখনো কিছু মানুষ শিকারের নামে বন্যপ্রাণীদের আক্রমণ করে চলেছে।