eaibanglai
Homeএই বাংলায়বাঁদর বাহিনীর উপদ্রপে ঘরবন্দি মানুষ, জখম তিন

বাঁদর বাহিনীর উপদ্রপে ঘরবন্দি মানুষ, জখম তিন

সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁদর বাহিনীর উপদ্রপে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মানুষের। বাঁদরের আক্রমণের ভয়ে রীতিমতো ঘরবন্দি এলাকার মানুষ। বাঁদরের আক্রমণে এখনো পর্যন্ত এলাকার তিনজন আহত হয়েছেন। যার মধ্যে একজন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকার বাসিন্দারা জানাচ্ছেন গত কয়েক দিন ধরে প্রায় ২০টি বাঁদরের দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। কারো বাড়িতে ঢুকে পড়েছে, কারো বাড়ির টালি ভেঙে দিচ্ছে। বাড়ির জিনিসপত্র নষ্ট করছ এমনকি বাড়ির বাইরে পথে ঘাটে অর্তকিতে আক্রমণ করছে। ফলে প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে পারছেন না এলাকার মানুষ। এমনকি ছোটরাও স্কুল ও টিউশনে যেতে ভয় পাচ্ছে। বাঁদরের এই উপদ্রপে রীতিমতো অতিষ্ঠ ও আতঙ্কিত তাঁরা।

অন্যদিকে স্থানীয় বনদপ্তরের দাবি তাঁরা সতর্ক রয়েছেন । এবং আক্রমনাত্মক বাঁদরগুলিকে খাঁচাবন্দি করে অন্যত্র নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছেন। পাশাপাশি বিষ্ণুপুর রেঞ্জ অফিসার তপব্রত রায় জানান, বাঁদরের আক্রমণে যাঁরা আহত হয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী তাদের সহযোগীতা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments