eaibanglai
Homeএই বাংলায়অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল বাঁকুড়া পৌরসভা, খুশি স্থানীয়রা

অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল বাঁকুড়া পৌরসভা, খুশি স্থানীয়রা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার অবৈধ নির্মাণ ভাঙল কাজ শুরু করল বাঁকুড়া পৌরসভা। অভিযোগ বছর দশেক আগে বাঁকুড়া শহরের দশ নম্বর ওয়ার্ডের স্কুলডাঙায় গাঙ্গুলি পরিবার নিজেদের বাড়ি তৈরি করে এবং অবৈধভাবে সাধারণ মানুষের পারাপারের দশ ফুটের রাস্তাকে ঘিরে প্রচীর দিয়ে গেট বসিয়ে নিজেদের বাড়ির অন্তর্ভুক্ত করে নেয়। যার ফলে বিপাকে পড়েন স্থানীয়রা। কারণ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ তারা ঘটনার প্রতিবাদ করলেও তাতে কোনো কর্ণপাত করেনি পরিবারটি বরং স্থানীয়দের যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তা দখল করে গেট বসিয়ে দেয় এবং জানায় প্রতিদিন সকালে সাধারণের যাতায়াতের জন্য ওই গেট খুলে দেবন তারা। কিন্তু অভিযোগ কয়েক দিন পর থেকেই ওই জবরদখল রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে গেলেই তার দিকে উড়ে আসছিল গালাগালি ও কটুক্তি। অবশেষে পুরো বিষয়টি নিয়ে তিতবিরক্ত হয়ে আদালতের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা তথা প্রতিবেশী নবেন্দু চট্টপাধ্যায়। দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর অবশেষে উচ্চ আদালত গাঙ্গুলি পরিবারের ওই অবৈধ নির্মাণ ভাঙর নির্দেশ দেয় পুরসভাকে। সেই নির্দেশ অনুসারে অভিযুক্ত গাঙ্গুলি পরিবারকে তিন তিনবার নোটিশ দেয় পুর কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে আদালের বেধে দেওয়া সময় অতিক্রান্ত হওয়ার আগেই ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার উদ্যোগ নেয় পুরসভা এবং শুক্রবার ওই অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করে।

এদিন স্থানীয় বাসিন্দা অমৃতা চট্টোপাধ্যায় জানান, এই নির্মাণের ফলে এতোদিন এলাকার মানুষ বহু সমস্যার সম্মুখীন হয়েছেন। রোগীদের জন্য এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকানো যেত না। এমনকি গাঙ্গুলি পরিবারের বারান্দার জন্য উচু কোনো গাড়ি ওই রস্তা দিয়ে ঢুকতে পারতো না। ফলে পুরসভার উদ্যোগে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ায় স্বাভাবতই খুশি স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments