eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার নূতনচটি এলাকায় খুনের ঘটনায় দুর্গাপুর থেকে গ্রেফতার ৪

বাঁকুড়ার নূতনচটি এলাকায় খুনের ঘটনায় দুর্গাপুর থেকে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া:– বাঁকুড়ার নূতনচটি এলাকায় প্রতিবেশী বাবা ছেলেকে খুনের ঘটনায় দুর্গাপুর থেকে গ্রেফতার চার। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতরা হল পিন্টু রুইদাস, তার স্ত্রী নমিতা রুইদাস এবং দুই ছেলে মহেশ্বর রুইদাস ও বিশ্বেশ্বর রুইদাস। খুনের ঘটনার পর থেকেই এই রুইদাস পরিবারের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

ঘটনা প্রসঙ্গে জানা যায় বাঁকুড়া সদর থানার অন্তর্গত শহরের ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নূতনচটি এলাকার বাসিন্দা মথুর মোহন দত্ত ও তার প্রতিবেশী পিন্টু রুইদাস এই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল এবং বিরোধের বিষয়টি আদালতেও ছিল। ওই বিবাদের জেরে গতরবিবার দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। অভিযোগ যার জেরে পিন্টু রুইদাস ও তার পরিবারের সদস্যরা দত্ত পরিবারের সদস্য়দের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন মথুর মোহন দত্ত(৬৩) তার ও ছেলে শ্রীধর দত্ত(২৯) । জখম হন মথুর মোহনের স্ত্রীও। তিনজনকেই উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মথুর মোহন দত্ত ও তার ছেলে শ্রীধরের। গুরুতর জখম অবস্থায় এখনও চিকিৎসাধীন মথুরমোহনের স্ত্রী।

অন্যদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও, অধরা ছিল মূল অভিযুক্তরা। অভিযুক্তদের ধরতে পুলিশ বাঁকুড়া, দুর্গাপুর বর্ধমান, তালডাংরা সহ বিভিন্ন এলাকায় ফাঁদ পেতেছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকওভেন থানার সহায়তায় অভিযুক্তদের দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে ধরা হয়। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্তরা। বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি জানিয়েছেন ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার মামলা রুজু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments