eaibanglai
Homeএই বাংলায়মহা নবমীতে শাস্ত্র মতে কুমারী পুজোর আয়োজন

মহা নবমীতে শাস্ত্র মতে কুমারী পুজোর আয়োজন

সংবাদদাতা,বাঁকুড়া:- মহা নবমী তিথিতে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শাস্ত্র মতে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বাঁকুড়া শহরের ব্যাপারীহাট সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়। এখানে এদিন ‘কুমারী’ রূপে পুজিতা হলেন ১০ বছরের কিশোরী শিউলী ঘোষাল। বাড়ি বাঁকুড়া শহর সংলগ্ন কানকাটা এলাকায়। প্রসঙ্গত ধারাবাহিকভাবে নবমীর দিন কুমারী পুজো হয়ে আসছে ব্যাপারীহাট সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়।

পুরাণ অনুসারে কুমারী পুজোর প্রচলন শুরু হয় দেবীর কোলাসুরকে বধের মধ্যে দিয়ে। কথিত আছে, কোলাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বিপন্ন দেবতারা মহাকালীর স্মরণাপন্ন হন। তিনি দেবতাদের আবেদনে সাড়া দিয়ে পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments