eaibanglai
Homeএই বাংলায়বেকারত্বের জ্বালা মেটাতে নারদ পুজো

বেকারত্বের জ্বালা মেটাতে নারদ পুজো

সংবাদদাতা,বাঁকুড়াঃ– দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী ও কার্তিক পুজো শেষে এখন যখন বাঙালি মেতেছে জগদ্ধাত্রী পুজোয় তখন বাঁকুড়া জেলার কদমাঘাটি রতনপুরের বাসিন্দারা মেতেছেন নারদ পুজোয়। স্থানীয়রা জানান এলাকার যুবকরা বেকারত্বের জ্বালা থেকে রেহাই পাওয়ার জন্য বছর দশেক এই নারদ পুজো শুরু করেন। আর তাতেই হাতে নাতে ফল মেলে। গ্রামের যুবকরা চাকরি পেতে শুরু করেন। তারপর থেকেই নারদ পুজোর প্রচলন শুরু হয়।

কিন্তু বেকারত্ব কাটাতে নারদ কেন? স্থানীয় যুবকরা জানাচ্ছেন নারদ বার্তাবাহক । তাই দেবতাদের কাছে বেকারদের বার্তা বহন করে নিয়ে যাবেন এবং তাদের মনের আকাঙ্ক্ষা দেবতাদের কাছে পৌঁছে দেবেন। নারদ মুনির উপর এই ভরসা রেখেই বেকারত্বের জ্বালা থেকে মুক্তির উপায় হিসেবে নারদ মুনির পুজো শুরু করেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments