সংবাদদাতা,বাঁকুড়া:- স্বাধীনতা দিবসের সকালে বাঁকুড়া জেলায় উল্টো পতাকা উত্তোলন করে বিতর্ক তৈরি করলেন খোদ জেলাশাসক। এদিন বাঁকুড়া জেলে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। উল্টো পতাকা উত্তোলন করলেও বিষয়টি তখনকার মতো সকলের নজর এড়িয়ে যায়। উল্টো পতাকার সামনেই চলে স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠান। উল্টো পতাকার সামনেই গাওয়া হয় জাতীয় সঙ্গীত। জেলা শাসককে অভিভাদন জানান জেল রক্ষী বাহিনী। পরে জেলা শাসক এলাকা ছাড়তেই বিষয়টি নজরে আসে কারাকর্মীদের। এরপর তারাই তড়িঘড়ি উল্টো পতাকা নামিয়ে ফের তা সঠিক ভাবে উত্তোলন করেন ।
কিভাবে এমনটা ঘটনা ঘটল তা নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে জেলা প্রশাসন। অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ওই ঘটনার কড়া সমালোচনা করে বলেন, এই সরকার যেভাবে চলছে তাতে দেশাত্মবোধ, জাতীয় পতাকা বিষয়ে কোনও চর্চা নেই। অন্যদিকে বিজেপির কাছ থেকে দেশের মানুষকে দেশাত্মবোধ শিখতে হবে না বলে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল নেতা শ্যমাল সাঁতরা।
