সংবাদদাতা,বাঁকুড়াঃ- মাত্র ৩০ টাকায় গাড়ি ছুটবে ১০০ কিলোমিটার।বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে পেট্রোলের দাম প্রটি লিটার ১১০টাকার আশেপাশে সেখানে ৩০ টাকায় গাড়ি ছোটানোর ঘটনা দিবাস্বপ্ন মনে হতেই পারে। কিন্তু এই স্বপ্নকেই বাস্তবে সম্ভব করে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়া শহরে কাঠজুড়ি ডাঙার বাসিন্দা মনোজিৎ মণ্ডল। তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগে সোলার চালিত আস্ত একটি ইলেকট্রিক চারচাকা গাড়ি তৈরি করে ফেলেছেন এবং তাঁর দাবি সম্পর্ণ দূষণ মুক্ত পরিবেশ বান্ধব এই গাড়ি চালাতে ১০০ কিলোমিটারে খরচ পড়বে মাত্র ৩০ টাকা।
তাঁর অভিনব এই আবিস্কার জেলার মধ্যে তো বটেই জেলার বাইরের মানুষেরও নজর কাড়ছে। বিষয়টি তিনি ফেসবুকে আপলোড করতেই তাঁর তৈরি অভিনব গাড়ি নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে। প্রতিদিনই গাড়ি দেখতে তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন মানুষজন। যেখানে সাধারণ মানুষজনের পাশাপাশি হাজির হচ্ছেন মেকানিক্যাল এক্সপার্টরাও। তবে এখনই মনোজিৎবাবু গাড়ি তৈরির টেকনলজি কারও কাছে প্রকাশ করতে চাইছেন না। আপতত সেটি গোপনেই রেখেছেন। তাঁর আশা সরকার, কোনও সংস্থা বা কোম্পানি যদি তাঁর টেকনলজি ব্যবহার করে গাড়ি তৈরির উদ্যোগ নেয় তাহলে এই মূল্যবৃদ্ধির যুগে সাধারণ মানুষ উপকৃত হবে। তাঁর ইচ্ছা তাঁর তৈরি গাড়ি পৌঁছে যাক মধ্যবিত্তের ঘরে ঘরে।
কিন্তু এমন অভিনব গাড়ি তৈরির ভাবনা এল কি করে। মনোজিৎবাবু জানালেন দিন দিন পেট্রোল ডিজেলের দাম বাড়তে থাকায় বিকল্প কোনও কিছু খোঁজ করছিলেন তিনি। পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করতে দূষণমুক্ত গাড়ি তৈরির বিষয়টি নিয়েও চিন্তাভাবনা ছিল তাঁর মাথায়। তাই বাড়িতে থাকা নিজের গাড়িটি নিয়েই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন ও মাত্র ২৫ দিনের মধ্যে সম্পূর্ণ সৌর চালিত ইলেকট্রিক চার চাকা গাড়ি তৈরি করে ফেলেন তিনি।
মনোজিৎবাবুর আশা যদি পূরণ হয় তাহলে তা প্রযুক্তি ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব আনবে বলে মনে করছেন অনেকেই। কিন্তু গাড়ি চালাতে কম খরচ হলেও এই গাড়ি তৈরিতে কত কড়ি খরচ করতে হয়েছে? প্রশ্ন শুনে গাড়ি তৈরির খরচ সংক্রান্ত তথ্য এখনই পুরোপুরি প্রকাশ করতে না চাইলেও তাঁই এই গাড়ি তৈরি করতে যে দেড় লাক্ষ টাকার বেশী খরচ হয়নি তা ঠারেঠারে জানিয়ে দিয়েছেন তিনি। ফলে তাঁর এই গাড়ি বাণিজ্যিকভাবে তৈরি হলেও তার দাম যে খুব একটা বেশী হবে না তা অনুমেয়।