eaibanglai
Homeএই বাংলায়শারদীয়া চমক লাল মাটির দেশে কেদারনাথ মন্দির

শারদীয়া চমক লাল মাটির দেশে কেদারনাথ মন্দির

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– দেশের ১২ টি জ্যোতিলিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির নিয়ে সাম্প্রতিক সময়ে মানুষের আগ্রহ অনেকখানি বেড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫৮৩ মিটার উপরে উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাহি হিমবাহের কাছে, মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই মন্দিরে চাইলেও নানান কারণে অনেকে পৌঁছাতে পারেননা। এবার তাদের মন খারাপের দিন শেষ, মহাভারতে উল্লেখিত এই মন্দিরই হাজির লাল মাটির বাঁকুড়ায়। সৌজন্যে, ছাতনার শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি। শারদোৎসবের দিন গুলিতে শুশুনিয়া পাহাড় আরো একবার ঘুরে দেখার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পবিত্র ধাম কেদারনাথ মন্দির দর্শণের সুযোগ পাবেন আগত দর্শনার্থীরা।

শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির সম্পাদক সুমন কর্মকার বলেন, “এবার শুশুনিয়া পাহাড়তলিতে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরকেই তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই মোতাবেক কাজ চলছে। হাতে সময় কম, দায়িত্বপ্রাপ্ত শিল্পীরা এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন। মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেটের এই পূজো মণ্ডপে মূলতঃ বাঁশ, বাটাম, সিমেন্ট, বস্তা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।” উৎসবের দিন গুলিতে আগত দর্শণার্থীদের সুবিধার কথা ভেবে একদিকে যেমন হেল্প লাইন নাম্বার চালু থাকবে, অন্যদিকে তেমনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও থাকছে বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments