eaibanglai
Homeএই বাংলায়মিলছে না সরকারি অনুদান, বিপাকে বৃদ্ধাশ্রমের আবাসিকরা

মিলছে না সরকারি অনুদান, বিপাকে বৃদ্ধাশ্রমের আবাসিকরা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার ওন্দার রামসাগরের অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। ভারত সরকার অনুমোদিত এই বৃদ্ধাশ্রমে বর্তমানে রয়েছেন ২৫ জন বৃদ্ধ বৃদ্ধা। যাদের প্রত্যেকেরই দেখার কেউ নেই। কারুর হাত নেই ,কারুর পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না। বৃদ্ধাশ্রমের সুপারিনটেনডেন্ট জানান বৃদ্ধাশ্রমে শেষ অনুমোদন করা টাকা এসেছিল ২০২২ সালের মার্চ মাসে। তারপর থেকে কোন এক অজ্ঞাত কারণে টাকা আসছে না । যথাযথ কাগজপত্র পেশ করা সত্ত্বেও অনুমোদন না মেলার কোন উত্তর মেলেনি। এদিকে অনুমোদন না মেলায় অত্যন্ত কষ্টের সাথে জীবন যাপন করতে হচ্ছে আবাসিকদের। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। আপাতত অমর সেবা সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অত্যন্ত কষ্টের সাথে খরচ বহন করে চলেছে বৃদ্ধাশ্রমের।

এই বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই রয়েছে একটি তিক্ত অতীত। আপাত দৃষ্টিতে বর্তমানও যে খুব একটা সুখকর তা নয়। অর্থনৈতিক অনটন প্রভাব ফেলেছে জীবনে। তবুও হার মানতে রাজি নন ওঁরা। একে অপরের সাহচর্যে গল্পে আড্ডায় ও হাসির মধ্যে দিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আবাসিকরা। তবে আর্থিক সহায়তা মিললে জীবনচর্চা হয়তো আরও একটু সহজ হতো বলেই মনে করছেন জীবনের সায়াহ্নে পৌঁছে যাওয়া এই বৃদ্ধ বৃদ্ধারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments