সংবাদদাতা,বাঁকুড়াঃ– দেশে অনলাইন আর্থিক লেনদেনের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে অনলাইন প্রতারাণার ঘটনাও। প্রায়ই অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষ। গ্রাহকদের অজান্তেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া যাচ্ছে লাখ লাখ টাকা। যদিও ব্য়াঙ্ক কর্তৃপক্ষ অনলাইন প্রতারণা রুখতে গ্রাহকদের নিয়মিত সেচতন থাকার বার্তা দিয়ে থাকেন। তবুও অনলাইন প্রতারণার ঘটনা ঘটেই চলেছে।
এবার অনলাইন আর্থিক প্রতারণার শিকার হলেন বাঁকুড়ার খাতড়ার হেত্যাশোল সম্মিলনী হাই স্কুলের এক পার্শ্বশিক্ষিকা দীপিকা মাহাতো। দু’দফায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৩ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা।
দীপিকাদেবী জানান, একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের খাতড়া শাখায় তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে গত ৮ সেপ্টেম্বর ১০ হাজার টাকা ও ১২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরো তিন হাজার টাকা কেউ বা কারা তুলে নেয়। বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই খাতড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকা।