সংবাদদাতা,বাঁকুড়াঃ– বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮ নাবালক। এদের সকলের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের তেঘরিয়া গ্রামের।
জানা গেছে শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে তেঘরিয়া গ্রামের শিশু ও কিশোরেরা স্থানীয় মাঠে খেলাধূলা করছিল। সেই সময় ভ্যারেন্ডা নামক ফল কুড়িয়ে সেই ফলের বীচ বের করে বাদাম ভেবে খেয়ে ফেলে কয়েকজন। বাড়ি ফিরে ওই নাবালকেরা অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় পেটে ব্যাথা বমি পায়খনা। এরপরই তড়িঘড়ি তাদের স্থানীয় রামসাগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই অসুস্থ ওই ৮ জন চিকিৎসাধীন।
পরিবারের লোকজন জানিয়েছেন ওই নাবলকেরা যে ফল খেয়েছিল সেগুলি চিকিৎসকদেরও দেখিয়েছেন। অন্যদিকে চিকিৎসকেরা জানিয়েছেন বিষক্রিয়ার জেরেই ওই নাবলকেরা অসুস্থ হয়ে পড়েছে। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।