eaibanglai
Homeএই বাংলায়স্কুল পড়ুয়া ও অভিভাবকদের মিলিত প্রতিবাদে মদের দোকানে তালা

স্কুল পড়ুয়া ও অভিভাবকদের মিলিত প্রতিবাদে মদের দোকানে তালা

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ জনবহুল এলাকায় মদের দোকান, আর এই মদের দোকানকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে উঠল বাঁকুড়া সদর থানার সোনাধুয়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের অভ্যন্তরেই জনবহুল এলাকায় রয়েছে একটি মদের দোকান। যা নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ জমেছিল। এরই পরিপ্রেক্ষিতে বুধবার অভিভাবকদের সঙ্গে নিয়ে জুনবেদিয়া, মানকানালী গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য ছাত্র ছাত্রী ওই মদের দোকান বন্ধের দাবীতে জুনবেদিয়া-গঙ্গাজলঘাটি রাস্তা অবরোধ করে। গ্রামবাসীদের অবরোধের জেরে আটকে পড়ে বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন অবরোধ কারীদের অভিযোগ, ওই মদের দোকান খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন থাকলেও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে কোন অনুমোদন দেয়নি। গ্রামের মূল রাস্তার উপর এই মদের দোকানকে কেন্দ্র করেই দিনের পর দিন এলাকায় দুষ্কৃতি দৌরাত্ম্য বাড়ছে। ফলস্বরূপ রাস্তা দিয়ে স্কুলের পড়ুয়া বা মহিলা গ্রামবাসীরা যাতায়াত করতে গেলেও প্রায়শই কটুক্তি শুনতে হয়। শুধু তাই নয়, গ্রামের অভ্যন্তরে মদের দোকানের ফলে এলাকার স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে বলে বক্তব্য গ্রামের মহিলাদের। তাই অবিলম্বে মদের দোকান বন্ধের দাবী জানিয়েছেন তারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে ওই মদের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments