eaibanglai
Homeএই বাংলায়স্কুলের গেট তৈরিতে বাধা, পুলিশের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

স্কুলের গেট তৈরিতে বাধা, পুলিশের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

সংবাদদাতা, বাঁকুড়া:- পুলিশের বিরুদ্ধে স্কুলের গেট তৈরির কাজ রুখে দিয়ে শ্রমিকদের আটকে রাখার অভিযোগকে কেন্দ্র উত্তাল পরিস্থিতি তৈরি হল বাঁকুড়া পৌর উচ্চ বিদ্যালয়ে। স্থানীয় ও পড়ুয়াদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।

ঘটনার সূত্রপাত স্কুলের পিছনের গেট তৈরিকে কেন্দ্র করে । স্কুলের পিছনে গেট না থাকায় রাতে এবং স্কুল ছুটি থাকলে স্কুলে নানা আসমাজিক কাজ ও রাতে মদের আসর বসে বলে দাবি স্থানীয়দের। তাই স্কুলের নিরাপত্তা নিশ্চিৎ করতে গেট তৈরির কাজ শুরু স্কুল কর্তৃপক্ষ। আর সেই গেট তৈরিকে কেন্দ্র করে স্কুল লাগোয়া এক জমি মালিকের সাথে স্কুল কর্তৃপক্ষের বিবাদ তৈরি হয়। দিন তিনকে আগে স্কুলের নির্মীয়মান গেটের ঢালাইয়ের কাজ রাতের অন্ধকারে কে, বা কারা ভেঙ্গে দেয় বলেও অভিযোগ উঠে। এরই মধ্যে শনিবার ফের ওই গেট তৈরির কাজ শুরু করে ঠিকা সংস্থা। অভিযোগ স্কুলকে কোন কিছু না জানিয়ে বাঁকুড়া সদর থানার এক পুলিশ আধিকারিক আচমকা স্কুলে ঢুকে গেট তৈরির কাজ বন্ধ করে দেয় ও কর্মরত শ্রমিকদের পুলিশ গাড়িতে তুলে নেয়। বিষয়টি জানতে পেরেই স্কুলের পড়ুয়ারা পুলিশ গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের সঙ্গ দেয় স্থানীয়দের একাংশও। শেষে তুমুল বিক্ষোভের মধ্যে পড়ে শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

পুলিশের এই ভুমিকায় রীতিমতো ক্ষুব্ধ স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। প্রধান শিক্ষক সাধন চন্দ্র ঘোষ জানান, পুরো ঘটনাটি তিনি শিক্ষামন্ত্রীকে জানাবেন এমনকি মুখ্যমন্ত্রীর নজরেও আনবেন।

অন্যদিকে,পুলিশের তরফে জানানো হয়েছে বাঁকুড়া পুরসভা কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে স্কুলে গিয়েছিল পুলিশ। বাঁকুড়া পুরসভার উপ পুর প্রধান হীরালাল চট্টরাজ অবশ্য পুলিশের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন পুলিশ তার কাজ করেছে। পুরসভা এই গেট তৈরির কাজে স্টপ অর্ডার জারি করেছে। এবং সেই অর্ডার মেনেই পুলিশ কাজ বন্ধ করতে গিয়েছিল। স্কুল লাগোয়া এক জমির মালিক পুরসভার কাছে অভিযোগ করেছেন, যে তার যাতায়াতের রাস্তা দখল করে বাঁকুড়া পৌর উচ্চ বিদ্যালয় অবৈধ ভাবে একটি গেট তৈরি করছে। সেই অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় পুরসভা। পুরসভা দুই পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে। তার আগে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তা মানছেন না এমনকি পুরসভার স্কুল অথচ পুরসভাকে গেট তৈরির বিষয়ে কোনকিছু জানানো হয়নি বলেও এদিন দাবি করেন উপ পুর প্রধান।

উল্লেখ্য বাম আমল থেকেই এই স্কুল লাগোয়া জমি নিয়ে জটিলতা চলছে। কিন্তু তার সুষ্ঠু সমাধান আজও হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments