eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার ভূতগড়িয়ায় প্রকাশ্যে পুকুর ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

বাঁকুড়ার ভূতগড়িয়ায় প্রকাশ্যে পুকুর ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। প্রকাশ্যে পুকুর ভরাট করে সেই জমি বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুললেন এলাকাবাসীরা। ঘটনা বাঁকুড়ার পৌরসভার ২০ নং ওয়ার্ডে ভূতগড়িয়া এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ থেকে জানা গেছে, এলাকার ওই পুকুরটিকে কয়েক দিন ধরেই মাটি ফেলে দিনের আলতেই তা ভরাট করা হচ্ছিল। শুধু তাই নয়, পুকুরের ভরাট করা অংশ ইতিমধ্যেই বেশ কিছু প্রোমোটার প্লট করে বিক্রিও করে দিয়েছে ইতিমধ্যে। আর এই অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। তিনি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ভরাট করা অংশও ঘুরে দেখেন। তিনি জানান, কিভাবে পুকুর ভরাট করার অনুমতি মিললো বা আদৌ পুকুর ভরাটের অনুমতি আছে কিনা সেবিষয়ে খোঁজ নেওয়া হবে, পাশাপাশি বাঁকুড়া জেলা শাসককেও এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার অনুরোধ জানান তিনি। অন্যদিকে পুকুর পাড় ভরাট করে ইতিমধ্যে গজিয়ে ওঠা বেশ কিছু বাড়ির সদস্যদের বয়ান থেকে জানা গেল, এলাকায় দীর্ঘদিন ধরে এভাবেই পুকুর পাড় ভরাট করে বাড়ি বানানোর কাজ চলছে, এলাকার মানুষও বিভিন্ন সময়ে পুকুর মালিকদের কাছ থেকে টাকা নিয়ে সব দেখেশুনেও চুপ থাকেন। কিন্তু কেন এবার তারা পুকুর ভরাট নিয়ে সরব হলেন তা অজানা। কিন্তু এত কিছু সত্ত্বেও পুকুর ভরাটের প্রতিবাদে অনড় এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকার একাধিক পুকুর বেআইনি ভাবে ভরাট করে দেওয়ার ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি সাধারণ মানুষকেও জলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। প্রশাসনের তরফে পুকুর ভরাট ইস্যুতে আরও সজাগ হওয়ার আবেদন জানিয়েছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments