সংবাদদাতা,বাঁকুড়াঃ– আজ ২৫ শে বৈশাখ। সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারী বেসরকারী উদ্যোগে কবি গুরুর ১৬৩ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।
মঙ্গলবার বাঁকুড়া শহরের প্রতাপবাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে ‘আলেখ্য বাঁকুড়া’ টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে গানে-গল্পে-কথায়-কবিতায়-নৃত্যে-সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচণা হয়।
‘চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ’- এভাবে চিরনূতনের মধ্য দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার জন্মদিনে তাঁরই সেই সৃষ্টির ডালি সাজিয়ে প্রাণের কবিকে স্মরণ মনন শ্রদ্ধা জ্ঞাপন করছে আপামর বাঙালি।