eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার জেলায় পর্যটকদের নতুন আকর্ষন রাইপুরের সবুজ দ্বীপ

বাঁকুড়ার জেলায় পর্যটকদের নতুন আকর্ষন রাইপুরের সবুজ দ্বীপ

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ শীতকাল মানেই এদিক ওদিক বাইরে বেড়াতে যাওয়া, একটু অন্যরকম স্বাদ অনুভব করা । আর তাই শীত এলেই পর্যটকরা সপরিবারে জেলা থেকে অন্য জেলায় ঘুরতে বেরিয়ে পরেন । বাঁকুড়ার রানি মুকুটমণিপুর অন্যদিকে অযোধ্যা , রণডিহা ড্যামের পাশাপাশি এবার পর্যটকদের নজর কারছে বাঁকুড়ার রাইপুরের সবুজ দ্বীপ । শীত পড়তেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন । রাইপুরকে দেওয়া প্রকৃতির শ্রেষ্ঠ উপহার হল সবুজ দ্বীপ । কংসাবতী নদীর তীরে প্রকৃতির অপরূপ ছায়া সুনিবিড় , প্রাকৃতিক সৌন্দর্যের এক চিত্রশালা হল সবুজ দ্বীপ । নামকরণ প্রসঙ্গে বলা যায় যে, এই পর্যটনক্ষেত্রটি কংসাবতী নদীর দ্বারা জল-বিভাজিত একটি ভূমি বা দ্বীপ । স্থানটি কে কংসাবতী নদীর ব-দ্বীপ বললেও ভুল হয় না, দ্বীপটির আকৃতিও ব এর মতো । নদীর তীর থেকে সেতু বা ব্রিজের উপর দিয়ে দ্বীপটিতে যেতে হয় । আর দ্বীপটির চিরসঙ্গী বা সাথী হল সবুজ গাছপালা তাই সবুজ দ্বীপ নামকরণটিও যথার্থ হয়েছে । রাইপুর থেকে সবুজ দ্বীপের দুরত্ব মাত্র ১৮ কিলোমিটার । পায়রাগুড়ি গ্রাম থেকে সবুজ দ্বীপ পর্যন্ত যাবার পথটিও সৌন্দর্যবৃত্ত। ঘন সবুজ জঙ্গলের মধ্যে আঁকাবাঁকা কালো পীচের রাস্তা আর রাস্তার দু- পাশে জঙ্গলের রহস্যময় নিস্তব্ধতা এবং নিস্তব্ধতার মাঝে হটাৎ হটাৎ পাখির কূজন, এরকম এক মায়াবী পথে যে কোন ভারাক্রান্ত পর্যটকের মন আনন্দে ভড়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না । আর তাই প্রকৃতির এই অপরুপ সৌন্দর্যকে উপভোগ করতে ভিন রাজ্যের পর্যটকরাও ভির জমাচ্ছেন এই সবুজ দ্বীপ। তবে বর্তমান সরকারের অনুপ্রেরণায় এবং জেলা শাসকের উদ্যোগে আরও সুন্দর ভাবে সেজে উঠছে এই পর্যটন কেন্দ্রটি । সরকারের উদ্যোগে এখানে তৈরী হয়েছে গেস্ট হাউস । যেখানে পর্যটকরা নিরাপদে রাত্রি থাকতে পারবেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments