নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বেশ কিছুদিন ধরেই জনগণের সুবিধার্থে চালু করা হেল্পলাইন নম্বরে ফোন আসছিল। রেশন দোকানের মালিকের বিরুদ্ধে দিনের পর দিন দূর্নীতি সহ ভুরি ভুরি অভিযোগ জমা পড়তে থাকায় ধৈর্য্যের বাঁধ ভাঙল জেলাশাসকের। সটান বিডিও ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে রেশন দোকানের হাল হকিকত খতিয়ে দেখেই রেশন দোকান সিল করার নির্দেশ দিলেন জেলাশাসক। ঘটনা বাঁকুড়া-২ এর এক্তেশ্বর সংলগ্ন দোলগোবিন্দ দেঘুরিয়ার রেশন দোকানের। এলাকাবাসীদের অভিযোগ, বহু দিন ধরেই স্থানীয় রেশন দোকানের মালিক সাধারণ মানুষকে প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করছে এবং রেশনের সামগ্রী বেশি দামে বাজারে বিক্রি করে দিচ্ছে। শুধু তাই নয়, এলাকাবাসীদের অভিযোগ, প্রায় দিন বিনা কারণে রেশন দোকান বন্ধ করে রাখে ওই রেশন দোকানের মালিক দোলগোবিন্দ দেঘুরিয়া। রেশনের জিনিস দেওয়ার সময় ওজনে কারচুপির অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। তাদেরই বারবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে
জেলা শাসক ডা: উমাশঙ্কর এস অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে আচমকায় ওই রেশন দোকানে হানা দেন। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে ওই রেশন দোকান সিল করার নির্দেশ দেন তিনি।
দূর্নীতি রুখতে আচমকা অভিযান, জেলাশাসকের নির্দেশে সিজ রেশন দোকান
RELATED ARTICLES