সংবাদদাতা,বাঁকুড়াঃ- বর্ষার মরশুমী বৃষ্টি সেভাবে না হলেও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। এদিকে নিম্নচাপের জেরে গতকালে অতিভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণবঙ্গের নদীগুলি। বইছে বিপদ সীমার উপর দিয়ে। একইভাবে বাঁকুড়ার ইন্দাস ব্লকের করিশুণ্ডা থেকে শান্তাশ্রম যাওয়ার পথে যে দেবখাল রয়েছে সেই দেব খালের দিয়ে জল বইছে বিপদসীমার ওপর দিয়ে । ফলে রীতিমতো প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের । প্রসঙ্গত এই দেবখালের উপর দিয়ে প্রতিদিন কয়েকশো সাধারন মানুষ নিজেদের রুটি রোজগারের টানে যাতায়াত করে থাকে। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদেরও যাতায়াত করতে হয় এই খালের ওপর দিয়েই।
স্থানীয়দের দাবি প্রতিবছর বর্ষা এলেই এই একই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের । বর্ষাকালে একটু বৃষ্টি হলেই জলে ফুলেঁপে ওঠে দেবখাল। স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো হলেও সমস্যা সমাধানের বিষয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি । এদিকে ঝুঁকি নিয়ে যাতায়াতের ফলে ঘটছে দুর্ঘটনা । সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । কবে এই সমস্যার সমাধান হয় এখন সেই আশাতেই দিন গুনছেন এলাকার মানুষ ।