eaibanglai
Homeএই বাংলায়দফায় দফায় লোডশেডিং, ক্ষিপ্ত জনতার রাস্তা অবরোধ

দফায় দফায় লোডশেডিং, ক্ষিপ্ত জনতার রাস্তা অবরোধ

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ টানা দশদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, চরম গরমে একদিনে যেমন নাজেহাল এলাকাবাসী তেমনি একনাগাড়ে লোডশেডিং-র জেরে বিপর্যস্ত কাজকর্ম। আর সেই দীর্ঘ ক্ষোভের আঁচ আছড়ে পড়লো শনিবার। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে এদিন সকাল থেকে বাঁকুড়ার ওন্দা থানার শানতর অঞ্চলের সাহাপুর গ্রামে জয়কৃষ্ণপুর রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধে সামিল হলেন প্রায় কয়েকশো গ্রামবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সময়ে বিদ্যুৎ বিলের অর্থ পরিশোধ করা সত্বেও গ্রীষ্মের মরসুমে বিদ্যুৎ পরিসেবা মেলে নি। উপরন্তূ গত প্রায় ১০ দিন ধরে কোনও অজানা কারণে গোটা এলাকায় নাগাড়ে লোডশেডিং চলছে। এলাকার বাসিন্দাদের আরও বক্তব্য, এলাকার বেশির ভাগ মানুষের জীবিকার মাধ্যম হল চাষবাস। কিন্তু টানা লোডশেডিং-র জেরে সেচের কাজ বন্ধ হয়ে যাওয়ায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে চরম ক্ষতির আশঙ্কায় রয়েছেন তারা। এরকম পরিস্থিতি বিদ্যুৎ পরিষেবাকারী সংস্থাকে বার বার অভিযোগ জানানো সত্বেও কোনও সুরাহা না হওয়ায় শনিবার এলাকার সমস্ত বাসিন্দা এক জোট হয়ে প্রধান সড়কের ওপর গাছের গুড়ি ফেলে অবরোধে সামিল হন। অবরোধের জেরে জয়কৃষ্ণপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওন্দা থানার পুলিশ । পুলিশ স্থানীয়দের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলেও গ্রামবাসীদের দাবি বিদ্যুৎ দফতরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস না দিলে পথ অবরোধ চলবে। অতঃপর খবর যায় WBSEDCL-এ। ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর অবশেষে দুপুর সাড়ে ১২টা নাগাদ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments