সংবাদদাতা,বাঁকুড়াঃ- ব্রিজের দাবিতে গত বিানসভা নির্বাচন বয়কট করেছিলেন গ্রামবাসী। তারপরে প্রশাসন ব্রিজ তৈরির আশ্বাস দিলেও ব্রিজ হয়নি। প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কে জোড়হিড়া অঙ্কিত মোড়ে পথ অবরোধে সামিল হলেন পাশাপাশি কয়েকটি গ্রামের প্রায় হাজার খানেক মানুষ।
প্রসঙ্গত,বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন অঞ্চলের জামথোল সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ওই সেতু দিয়েই পারাপার হন প্রায় ১০ থেকে ১১ টি গ্রামের হাজার হাজার মানুষ, গাড়ি, এমনকি যাত্রীবাহী বাস। সেতুর অবস্থা এতটাই বেহাল যে, যেকোনও দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে দাবী এলাকার মানুষের। গতবার বিধানসভা নির্বাচনে সেতুর দাবীতে ভোট বয়কট করেছিলেন জামথোল গ্রামবাসীরা। অভিযোগ প্রশাসন ব্রিজ তৈরির আশ্বাস দিলেও সেতুটির হাল ফেরেনি।
অন্যদিকে ব্যস্ত সময়ে পথ অবরোধের জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে অবিলম্বে ব্রিজ তৈরি না হলে বড়সড় আন্দোলনে নামার হুমকি দিয়েছে গ্রামবাসীরা।