eaibanglai
Homeএই বাংলায়বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী, শিঁকেয় উঠেছে পঠন-পাঠন

বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী, শিঁকেয় উঠেছে পঠন-পাঠন

সংবাদদাতা, বাঁকুড়াঃ– গত ১১ তারিখ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা পর, ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে হাইকোর্টের নির্দেশে এখনো রাজ্যে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী থাকাতে বন্ধ রয়েছে বিদ্যালয়ের পঠন-পাঠন। যার জেরে সমস্যায় ছাত্রছাত্রীরা । এমনই ছবি ধরা পড়েছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে।

উল্লেখ্যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর থাকার সুবন্দোবস্ত করা হয় ইন্দাসের এই আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। কিন্তু ভোট মিটলেও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখনও স্কুলে অবস্থান করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফলে বন্ধ রয়েছে বিদ্যালয়। আর যার জেরে সমস্যায় পড়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। কেননা সামনেই রয়েছে ইউনিট টেস্ট। অভিযোগ এই পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় পড়াশোনার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হচ্ছে পড়ুয়াদের।

নীলকান্ত দাস নামে এক অভিভাবক জানান, করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। আবার ভোটের জন্য প্রায় এক মাস ধরে বন্ধ স্কুল রয়েছে। ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, সিলেবাস শেষ হচ্ছে না, ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। প্রশাসনের কাছে অনুরোধ এই এলাকায় কোন অশান্তি নেই তাই কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক এবং দ্রুত বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু করানো হোক ।

আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ দোলুই জানান, ভোটের জন্য গত ছয় তারিখ থেকে বিদ্যালয়ের পঠন-পাঠন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এদিকে সামনেই ইউনিট টেস্ট রয়েছে। আগামী দিনে কতটা সিলেবাস শেষ করা যাবে তাই নিয়ে সকলেই চিন্তিত । আমরা প্রত্যেকেই চাইছি এই পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করা হোক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments