eaibanglai
Homeএই বাংলায়অবৈধভাবে স্কুলের গ্রুপ ডি পদে চাকরি, তৃণমূল নেতা ও তাঁর দাদাকে বহিষ্কারের...

অবৈধভাবে স্কুলের গ্রুপ ডি পদে চাকরি, তৃণমূল নেতা ও তাঁর দাদাকে বহিষ্কারের দাবি

সংবাদদাতা,বাঁকুড়াঃ– স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিকাণ্ডে আদালতের নির্দেশে ফাঁকা ও.এম.আর শীট জমা দিয়ে চাকরি প্রাপকদের নামেক তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর সেই তালিকায় নাম উঠেছে বাঁকুড়া-১ নম্বর ব্লকের পাতালখুরি গ্রামের বাসিন্দা ও তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি আদেশ কুমার চ্যাটার্জীর ও তাঁর দাদার। এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে আন্দোলনে নেমেছে স্থানীয় বাম যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই। বুধবার অবৈধভাবে চাকরি প্রপকদের বহিষ্কারের দাবিতে বাঁকুড়া শহরের হিন্দু স্কুলের সামনে ডি.ওয়াই.এফ.আই এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডার নেতৃত্বে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। ওই স্কুলের গ্রুপ ডি পদে কাজ করেন তৃণমূল নেতা আদেশ কুমার চ্যাটার্জীর দাদা উত্তম চ্যাটার্জী। আর বাঁকুড়ার বিকনা ক্ষিরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপীঠে গ্রুপ ডি পদে চাকরি করেন তৃণমূলের বুথ সভাপতি আদেশ কুমার চ্যাটার্জী।

এদিন ডি.ওয়াই.এফ.আই এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা বলেন, আমাদের জেলায় একশো জন ‘ভুয়ো’ অশিক্ষক কর্মীর খোঁজ মিলেছে। এদের মধ্যে একজন হিন্দু স্কুলের উত্তম কুমার চ্যাটার্জী। ভুয়ো নিয়োগের বিরুদ্ধে ও যোগ্যদের নিয়োগের দাবিতে তাঁরা আন্দোলন করছেন জানিয়ে তিনি আরো বলেন, বিগত দিনে আমরা যে দাবি করেছিলাম বর্তমানে তা সত্য প্রমাণিত। লড়াই আন্দোলন চলবে, পাশাপাশি তাঁরা আদালতের রায়ে খুশী বলেও জানান।

অন্যদিকে বিষয়টি নিয়ে হিন্দু হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, উত্তম চ্যাটার্জী আজও স্কুলে এসেছিলেন, জেলা বিদ্যালয় পরিদর্শক যে অর্ডার কপি পাঠিয়েছিলেন তা উত্তম চ্যাটার্জীকে দেওয়া হয়েছে। তবে ওই নোটিশে উনি স্কুলে আসা থেকে বিরত থাকবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments