eaibanglai
Homeএই বাংলায়দিন দুপুরে সরকারি অফিসে তৈরি হল ২০০ সিড বোমা!

দিন দুপুরে সরকারি অফিসে তৈরি হল ২০০ সিড বোমা!

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– দিনে দুপুরে সরকারি অফিসে বানানো হল ২০০ সিড বোমা। তবে এই বোমা যে সে বোমা নয়! এই বিশেষ বোমার বিস্ফোরণে পাহাড়ের রুক্ষ প্রান্তরে জন্মাচ্ছে নতুন গাছ, সবুজ হতে চলেছে পাহাড়ের ন্যাড়া অংশের বিস্তীর্ণ অঞ্চল। হ্যাঁ ঠিকই শুনেছেন, সাম্প্রতিক বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাথুরে ন্যাড়া অঞ্চলে বীজ বোমা ফেলা হয় পরীক্ষা মূলকভাবে। ভীষন ভাইরাল হয় বীজ বোমা সামাজিক মাধ্যমে । ইতিমধ্যেই সফল হয়েছে প্রথম ধাপ। শুশুনিয়া পাহাড়ের পাথরে বন্ধ্যা অঞ্চল গুলিতে দেখা যাচ্ছে ছোট ছোট চারা গাছ। ছাতনা বনদপ্তরের ফরেস্ট রেঞ্জ আধিকারিকের মস্তিষ্কপ্রসূত এই বীজ বোমা গুরুত্ব পাচ্ছে গোটা দেশে। বিভিন্ন জায়গা থেকে রিকুইজিশন আসছে বীজ বোমা বানানোর, ঠিক এমনটাই জানাচ্ছেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস। তাই দিন দুপুরে ছাতনা বনদপ্তর অফিসে আরও ২০০ বোমা বানানো শুরু হল। এই সিড বোমা অঙ্কুরিত হলেই তা যেকোনো বন্ধ্যা জমিতে ছড়িয়ে দিলেই প্রাণ সঞ্চার সম্ভব। সাম্প্রতিক শুশুনিয়া পাহাড়ের পাথুড়ে ন্যাড়া অংশে বীজ বোমা ছড়ায় ছাতনা বনদপ্তর। ইতিমধ্যেই পাহাড়ের ওই রুক্ষ প্রান্তরে দেখা দিয়েছে চারাগাছ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments