শুভ্রাচল চৌধুরী,বাঁকুড়া:-মঙ্গলবার বাঁকুড়ার কেশিয়াকোলে শুট আউটের ঘটনায় দু-বার দুষ্কৃতীদের মুখোমুখি হয়েও তাদের ধরতে পারলো না পুলিশ। এমনকি দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েও তাদের কাবু করা যায়নি। অধরা দুই দুষ্কৃতীর খোঁজে জোর তল্লাশি চালানোর পাশাপাশি পলাতক সাদ্দামের খোঁজও শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর চলন্ত একটি অল্টো গাড়িকে ধাওয়া করে ওই গাড়ির সওয়ারীদের লক্ষ্য করে গুলি করে পালায় দুষ্কৃতীরা । গুলি লাগে গাড়িতে থাকা জিয়াবুল হক শেখ, নুর মহম্মদ ও গোবিন্দ মন্ডল নামের তিন যাত্রীর শরীরে। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি পুর্ব বর্ধমান জেলায় ও তৃতীয় আহতের বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকে। জানা গেছে এই তিনজন ছাড়াও ওই অল্টো গাড়িতে আরো তিন জন ছিল। পুলিশের দাবী সাদ্দাম শেখ নামে বাঁকুড়া জেলা সংশোধনাগার থেকে সদ্য জামিনে মুক্তি পেয়েছে এক অভিযুক্ত। সেও ওই গাড়িতে ছিল। প্রকাশ্যে শুট আউট চলার সময়ই সে গাড়ি থেকে নেমে গা ঢাকা দেয়।
অন্যদিকে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পরই বাইকের মুখ ঘুরিয়ে বাঁকুড়া শহরের দিকে চম্পট দেয়। জানা গেছে দুষ্কৃতীরা সংখ্যায় ছিল দুজন। দুষ্কৃতীদের ধরতে শুট আউটের পর পরই গোটা বাঁকুড়া শহরের সমস্ত প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তা সিল করে দেয় পুলিশ। শহর থেকে বাইরে যাওয়া সমস্ত বাস ও ছোট গাড়িতে শুরু হয় খানা তল্লাশি। বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন তল্লাশি চালানোর সময় দু’দুবার দুষ্কৃতীদের মুখোমুখি হয় পুলিশ। কিন্তু অত্যন্ত দ্রুতগামী বাইকে থাকায় তারা চম্পট দিতে সমর্থ হয়। পাশাপাশি পুলিশের দাবী পালানোর সময় দুষ্কৃতীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়, কিন্তু পুলিশের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দুষ্কৃতীরা গা ঢাকা দিতে সমর্থ হয়। দুষ্কৃতীদের খোঁজে বাঁকুড়া শহরের সর্বত্র জোর তল্লাশি চালানোর পাশাপাশি সাদ্দামের খোঁজও তল্লাশি শুরু করেছে পুলিশ।
এদিকে পুলিশ আহত তিন যাত্রীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করার পাশাপাশি গাড়িতে থাকা অপর দু’জনকে ঘটনাস্থল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। আটক হওয়া দুই যাত্রী পুলিশকে জানিয়েছে সাদ্দামকে বাঁকুড়া সংশোধনাগার থেকে তারা পুর্ব বর্ধমানের কাটোয়াতে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। আটক হওয়া দুই ব্যাক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার মোটিভ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।